৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৩

ফরিদপুরে ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের সামনে ইজিবাইক রেখে সড়কের পাশে একটি দোকানে ব্যক্তিগত কাজ করছিলেন ইজিবাইকের মালিক নগরকান্দা উপজেলার ছোটপাইককান্দি গ্রামের মৃত মনির শেখের ছেলে রমজান শেখ। এসময়  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতি গ্রামের খোকা মোল্লার ছেলে ইমারত মোল্লা ইজিবাইকটি চুরি করে পালিয়ে যায়। ইজিবাইক নিয়ে পালিয়ে যেতে দেখে চোরকে ধরতে ইজিবাইকের মালিক রমজান শেখ পিছন পিছন ছুটতে শুরু করেন। নগরকান্দা উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে স্থানীয় জনতা ধাওয়া করে ইজিবাইকের চোর ইমারত মোল্লাকে আটক করে। এসময় ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। তবে শাকা মুন্সী নামে এক চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। শাকা মুন্সীর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে।

নগরকান্দা থানার ওসি  মিরাজ হোসেন বলেন, ইমারতকে আটক করে মঙ্গলবার সকালে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় ইজিবাইকের মালিক রমজান শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করছেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর