দিনাজপুরের খানসামায় অগ্নিকাণ্ডে ৮টি দরিদ্র পরিবারের ২৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের তারাপদ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ছাতিয়ানগড় গ্রামের তারাপদপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মূর্হুতের মধ্যেই চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ৮টি দরিদ্র পরিবারের শয়নঘর, রান্নাঘর, গোয়ালঘরসহ ২৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রয়োজনীয় আসবাবপত্র, বিভিন্ন কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে যায়।জানা গেছে, বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে আগুনের মাত্রা বৃদ্ধি পায়। বিদ্যুতের ভয়ে লোকজন ঘটনাস্থলে যেতে ভয় পায়। অগ্নিকান্ডের খবর পেয়ে খানসামা ও নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খানসামা ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অগ্নিকান্ডে ৮টি পরিবারের ২৭টি ঘর পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম