৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:২১

প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থা, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেয়।

আন্দোলনকারীরা জানান, গেল ১ ফেব্রুয়ারি ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজা সম্পর্কে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওইদিন দুপুরে শামসুলকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান সহ কয়েকজন। পরে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শামসুল বাদী হয়ে গোলাম রাব্বানী, সাইদুর রহমান, মনিরুল ইসলাম সাদ, জুয়েল রানা, অপূর্ব হালদার ও গয়ানাথ কর্মকারের বিরুদ্ধে মামলা করেন। মানববন্ধকারীরা সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতার দাবি করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর