রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থা, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেয়।
আন্দোলনকারীরা জানান, গেল ১ ফেব্রুয়ারি ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজা সম্পর্কে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওইদিন দুপুরে শামসুলকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান সহ কয়েকজন। পরে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শামসুল বাদী হয়ে গোলাম রাব্বানী, সাইদুর রহমান, মনিরুল ইসলাম সাদ, জুয়েল রানা, অপূর্ব হালদার ও গয়ানাথ কর্মকারের বিরুদ্ধে মামলা করেন। মানববন্ধকারীরা সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতার দাবি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন