গাজীপুরের কালিয়াকৈরে সাহেব বাজার এলাকায় শনিবার সকালে শ্রীফলতলী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করে।
বিএনপির শ্রীফলতলী ইউনিয়নের নেতাকর্মীরা কালিয়াকৈর-ধামরাই সড়কে একটি পদযাত্রা বের করে। পরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাকিল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন