গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় শনিবার (১১ ফেব্রুয়ারি) এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে শুভরাজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় মোতালেব হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। আহত ওই নারী হলেন- উপজেলার কামারিয়া এলাকার মোতালেব হোসেনের স্ত্রী সুরাইয়া আক্তার (৩০)
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, মোতালেব হোসেন তার স্ত্রীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার শ্রীফতলী এলাকায় দুলাল মিয়ার বাসায় ভাড়া থেকে অটো রিকশা চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন। কয়েক মাস আগে ওই এলাকার শুভরাজ মিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নেন মোতালেব হোসেন। সেই টাকা চাইতে গিয়ে শনিবার সকালে শুভরাজ মিয়া মোতালেব হোসেনের বাড়ীতে গিয়ে তার স্ত্রীকে গালিগালাজ করেন। এক পর্যায়ে মোতালেবের স্ত্রীকে শুভরাজ মিয়া মারধর করে শরীরের বিভিন্ন অংশ আহত করে ও তাকে টানা হেঁচড়া করেন। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। মোতালেব হোসেন বাড়ি এসে তার স্ত্রীকে আহত দেখতে পেয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে মোতালেব হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
এ ব্যাপারে শুভরাজ মিয়ার সাথে যোগাযোগ করলে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ