মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আওয়াল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সোমবার দিবাগত রাত ৮ টার দিকে বামন্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নাশকতার লক্ষে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে বামন্দী শহরের একটি মাদ্রাসায় বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ২টি রাম দাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ওই সময় অভিযান চালিয়ে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় ১৮ জনসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলার আসামি আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল