নাটোরের লালপুরে এক হাজার ৩৫ লিটার চোলাই মদ ও ২৪ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে যুবককে আটক করেছে র্যাব-৫।
আজ শুক্রবার সকালে নাটোর সিপিসি-২ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন নেতৃত্বে রাতে উপজেলার মাঝগ্রাম ও দূর্গাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা মাদকসহ ওই যুবকদের আটক করে।
আটকরা হলেন, নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) গ্রামের আশেম মালিথার ছেলে রানা মালিথা (২৬), দূর্গাপুর গ্রামের ধীরেন্দ্র নাথ সিংয়ের ছেলে শ্যামল কুমার সিং (৩৭), পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রাসেল করিম (৪৫), চর শাহাপুর গ্রামের মো. ওহিদুল ইসলামের ছেলে মো. রকিব রায়হান রকি (২৩) (চালক) ও আ. লতিফ সরদারের ছেলে মো. মানিক হোসেন (২৭)।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলার লালপুর উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) ও দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করে র্যাবের একটি অপারেশন দল।
সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়, আটকরা স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করে তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে লালপুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল