শিরোনাম
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪৩

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। 

হামলায় চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহানসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান অভিযোগ করে বলেন, বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বেশকিছু সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। লক্ষ্মীদাসের হাটের কাছে পৌঁছালে সরকার দলীয় প্রার্থী শহিদুল ইসলাম ও তার লোকজন তাদের মোটরসাইকেল বহর গতিরোধ করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে এলোপাথারী মারধর শুরু করে। এসময় তাকেও মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয়। 

তিনি আরও জানান, স্থানীয় বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। হামলায় তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম মজনু জানান, এ ঘটনার সাথে তিনি জড়িত নন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর