নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণ করার অভিযোগে পারভেজ (২১) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার একটি বাড়ির ভাড়াটিয়া শহিদুল্লার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফতুল্লা থানার শাসনগাও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে গ্রেফতারকৃত পারভেজকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী হিন্দু ও গ্রেফতারকৃত পারভেজ মুসলমান। একই কারখানায় চাকরি করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক থেকে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যেত। এমনকি গ্রেফতারকৃত পারভেজ বাদীকে তাদের বাসায় নিয়ে পরিবারের সদস্যদের সাথে পরিচয়ও করিয়ে দেয়। এক পর্যায়ে বিয়ের করার প্রতিশ্রুতি দেয় বাদীকে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে ৫ জানুয়ারি রাত ১১টার দিকে বাদীর শাসনগাওস্থ ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। এরপর থেকে বিয়ে করার কথা বললে গ্রেফতারকৃত পারভেজ নানা টালবাহানা করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম