নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন।
এসময় খাদ্য সচিব, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সকলকে নিজ, পরিবার তথা দেশ ও জনগণের সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সতর্ক হওয়ার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনা ও সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন তথ্য চিত্র প্রদর্শনীর মাধমে অংশগ্রহনকারী জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
বিডি প্রতিদিন/এএম