ডাকাতি মামলায় গ্রেফতার এড়াতে ২০ বছর আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত আসামি জামাল উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৫। তাকে কক্সবাজারের টেকনাফের খারাংখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খারাংখালী এলাকা থেকে ২০ বছর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামালকে আটক করে। তিনি হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষ্যংখালীর মৃত ইসলাম মিয়ার ছেলে।এই র্যাব কর্মকর্তা আরও জানান, আগের ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জামালকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল