২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩০

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে মো. সুজন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুজন একই গ্রামের মো. মানিকের ছেলে।

নিহত শিশুর নানা আবুল খায়ের ও স্বজনরা জানায়, দুপুরে শিশুটির মা সুমি আক্তার বাবার বাড়িতে কিস্তির টাকা দিতে আসে। পরে পরিবারের সবার সাথে দুপুরের খাবার খেতে বসে। এসময় সুজন মগ নিয়ে পুকুরের পানিতে খেলতে গেলে সেখানে ডুবে যায় সে। একপর্যায়ে পুকুরের পানিতে সুজনকে ভাসতে দেখেন দশ বছর বয়সী শান্ত। পরে তারা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) এ কে আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর