১ মার্চ, ২০২৩ ১৮:৩৬

সখীপুরে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। আহতরা চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে রোগীদের পরিবার।

আহতরা হলেন-উপজেলার বড়চওনা গ্রামের ফাতেমা আক্তার (০৩), ভূয়াইদ গ্রামের বিথী আক্তার (২৬), ভাতগড়া গ্রামের আব্দুল কদ্দুস (৩০), রুজিনা আক্তার (১৫), মুরগির ফার্মের কর্মচারী ইন্তাজ আলী (৩৫) ও জুয়েল রানা (২৬)।

স্থানীয়রা জানান, কুকুরের কামড়ে আহত হয়েছেন তারা। এদের হাত, পা, পায়ের পেশি ও মাথায় কামড় দিয়েছে কুকুর। এছাড়া শিশু ফাতেমাকে মাথায়, পিঠে ও পায়ে কামড় দিয়েছে।

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ বলেন, কুকুরের কামড়ে গুরুতর আহত হওয়া এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল পাঠানো হয়েছে। অন্যদের ভ্যাকসিন দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর