নকল রোধ করতে শেরপুর জেলা ব্র্যান্ডিং পণ্য জামাই আদুরি তুলসীমালা চালের প্রশাসনিক উৎপাদন শুরু হলো আজ থেকে। আজ সন্ধ্যার আগে শেরপুর শহরের শিতলপুর এলাকায় কলিমদ্দিন অটো রাইচ মিলে শেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে জেলা প্রশাসক সাহেলা আক্তার ব্যান্ডিং পণ্য তুলসীমালা চালের মোড়কীকরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে শেরপুর কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. সুকল্প দাস, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরসহ প্রশাসন ও কৃষি বিভাগের লোকজন।
জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, পর্যটনের আনন্দে, দেশ-বিদেশে পরিচিতি বৃদ্ধি করার লক্ষ্যে জেলা প্রশাসনের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উদ্যোক্তার মাধ্যমে তুলসীমালা ধান স্থানীয় কৃষকদের কাছ থেকে ক্রয় করে চাল উৎপাদন প্রসেসিং ও মোড়কীকরণ করার মাধ্যমে দেশ-বিদেশে তুলসীমালার সুনাম ছড়িয়ে দেওয়া হবে। এই ব্যবস্থার মধ্যে ক্রেতারা ভেজাল ছাড়া তুলসীমালা চালের স্বাদ নিতে পারবে।ড. সুকল্প দাস বলেন, প্রশাসনের সহয়তায় শেরপুর কৃষি বিভাগ ধান কেনা থেকে শুরু করে চাল উৎপাদন, প্যাকেটিং ও বাজারজাত করবে। মুনাফা নয় ব্র্যান্ডিং পণ্য হিসেবে সঠিক দামে আসল তুলসীমালা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের উদ্দেশ্য। প্রশাসনের এই উদ্যোগের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানানো হবে।
বিডি প্রতিদিন/এএ