দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, মানুষের মাঝে নৈতিকতা সৃষ্টি হবে অসমাপ্ত আত্মজীবনী পাঠের মাধ্যমে। উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলার মাটি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন ও জাতীয়করণ করার মাধ্যমে বাঙালি জাতিকে শতভাগ শিক্ষিত করার চেষ্টা অব্যাহত আছে। আগামী নির্বাচনে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
রবিবার হায়দরনগর-কলাকান্দি আসমেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সহকারি কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, একেএম শহীদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন আওয়ামী সভাপতি মো. জাকির হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল