শিরোনাম
৬ মার্চ, ২০২৩ ১৩:৪৩

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার স্কুল চত্ত্বরের পরেশ সাগর মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান। 

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকাল অলিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কবার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মন্দিপ ঘরাই এবং স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার দাস। 

অনুষ্ঠানে প্লে-নার্সারী থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মোট ৩৭টি ইভেন্ট এবং যেমন খুশী তেমন সাঁজো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা। এছাড়া পুরুষ অভিভাবকদের জন্য ঝুঁড়িতে বল নিক্ষেপ এবং নারীদের জন্য মিউজিক বল পাস খেলায় বিজীদেরও পুরস্কৃত করেন অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সুস্থ সবল থাকতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার পরামর্শ দেন। আগামী দিনে সু-মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর