গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা মান্নান শরীফ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, ডাইনকিনি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল