বান্দরবানে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্ত্বরে জাতির পিতার ভাস্কর্য বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে মহান ৭ মার্চ উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগ জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বান্দরবান শহরে রোড মার্চ কর্মসূচির আয়োজন করা হয়। পরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এতে সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/হিমেল