৯ মার্চ, ২০২৩ ১৯:৩৬

প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

রাজশাহীর চারঘাটের পদ্মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে স্কুল চত্বরে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পদ্মা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. নুরুন্নবী।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল হাসেম। স্বরণ সভায়  বক্তব্য দেন, প্রয়াত শিক্ষক ফজলুর রহমানের ছেলে স্কুলের সাবেক ছাত্র রকিবুল হাসান ও চায়না খাতুন,  শিক্ষক শাহানাজ বেগম, মো. রায়হান, সাদেক আলী। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলভী শিক্ষক আকরাম হোসেন। দোয়া অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাজেদুল করিম।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর