দিনাজপুরের দাউদপুর-ভাদুরিয়া সড়কের নবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় পিকনিকের বাসের ধাক্কায় রশিদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে দাউদপুর-ভাদুরিয়া সড়কের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম(৭০) নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে দাউদপুর-ভাদুরিয়া সড়কের নবাবগঞ্জের দাউদপুর পোস্ট অফিসের বৃদ্ধা রশিদা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিনোদন কেন্দ্র থেকে পিকনিক বাস বগুড়ার কাহালো উপজেলা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এই সময় বৃদ্ধা রাস্তাায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে ওই বৃদ্ধার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        