'নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী' স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, প্যানেল মেয়র এস এম মহসিন আলম ভোক্তার সহকারী পরিচালক ওসমান গণী। পরে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম