ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে।
সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কালীগঞ্জ উপজেলার বেথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মাঠ দিবস পালিত হয়।
এসময় মাঠে কৃষকদের আখ চাষ বৃদ্ধির পাশাপাশি সাথী ফসল উৎপাদনে প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয়। সাথী ফসল আবাদে কৃষকরা বেশি লাভবান হবেন।
এতে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব সুষমা সুলতানা, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তাহের সোহেল, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান, বিএসআরআই মহাপরিচালক ড. মোঃ ওমর আলীসহ স্থানীয় আখচাষীরা।
এ সময় বক্তারা বলেন, আখ চাষের সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা, মসুরি ও সবজি জাতীয় ফসল উৎপাদন করলে চাষীরা উপকৃত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন