২৪ মার্চ, ২০২৩ ১৪:২৩

ফরিদপুরে মাংসের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাংসের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

পবিত্র মাহে রমজানে মাংসের বাজার স্থিতিশীল রাখতে ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বিভিন্ন মাংসের বাজার ও মুরগির ফার্মে অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকালে শহরের পূর্বখাবাসপুর, চুনাঘাটা বেড়িবাধ বাজার, খান এগ্রো এবং নাইম এন্টার প্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসব প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না প্রদান করার দায়ে চার প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রির জন্য জন-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, রমজান উপলক্ষে মাংসের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর