২০২২-২৩ অর্থবছরে নাটোরের লালপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় ৫৫টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৩ লক্ষ ১৯ হাজার ৩৩৩ টাকার টিআর প্রকল্পের নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। এর আগে ১৯শ কৃষকের মাঝে পাটের বীজ, ১৩শ কৃষকের মাঝে আউশ ধান ও ডিএমপি সার এবং ৮ জন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভাশেষে তিনি এসব বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ