চার দফা দাবিতে নাটোর জেলা হোটেল রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় হোটেল সেক্টরে সবেতনে উৎসব ছুটি, এক মাসের বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সাথে সংগতি রেখে বেতন বৃদ্ধিসহ হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা হোটেল রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি সমর চন্দ্র সরকার, সাধারন সম্পাদক শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ ও সাবেক সভাপতি ধীরেন দাশ প্রমুখ। অবিলম্বে এই চার দফা দাবি মেনে নিয়ে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের কাজের পথ সুগম করার আহ্বান জানানো হয়।বিডি প্রতিদিন/এমআই