ভি.ডব্লিউ.বি কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামায় ২০২৩-২৪ সালের জন্য ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার অভিযোগ এনে স্থানীয় ইউএনও রাশিদা আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ইউপি সদস্য-সদস্যাগণ, আনসার ভিডিপি ও এলাকাবাসী।
সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত খানসামা উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও এলাকাবাসীর আয়োজনে খানসামা ডাকবাংলো সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
খানসামা উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকসহ বক্তব্য রাখেন ইউপি সদস্যগণ ও স্থানীয়রা। খামারপাড়া ইউপি সদস্য আখতার হোসেন বলেন, ‘২০২৩-২৪সালের জন্য ভি.ডব্লিউ.বি (ভিজিডি) কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন যে তালিকা প্রণয়ন করেছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও মহোদয় অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরি করেন।’
খানসামা উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল বলেন, ‘অন্য উপজেলায় যে নিয়মে হয়েছে আমাদের এখানে সেই নিয়মে হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে ২০০৯ সালে আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীদের নাম নেই। এতে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছে। এই ঘটনার সুরাহা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করছি।’
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মতামত ও ভি.ডব্লিউ.বি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় ভি.ডব্লিউ.বি কর্মসূচির ২৬৫৯ জনের চূড়ান্ত তালিকা করেছিলেন। সেই তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেন ৬ ইউপি চেয়ারম্যানগণ। কিন্তু এখনও এ বিষয়ে কোন বৈঠক না হওয়া বা সমাধানের আশ্বাস মেলেনি বলেই ক্ষোভে মানববন্ধন করেছেন তারা।
বিডি প্রতিদিন/নাজমুল