টাঙ্গাইলের সখীপুরে এক বীর মুক্তিযোদ্ধার নাতনির ঘর দেওয়ার কাজে ফরেস্টারের বাধা দেওয়ার ঘটনায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নিজেরা ঝগড়া করলে অন্যেরা সুযোগ নেয়, তাই নিজেরা ঝগড়া বন্ধ করো, ফরেস্টারের ঝগড়া আমি দেখবো।’
সোমবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা সালাম ফকিরের নাতনি হ্যাপী আক্তারের ঘরের কাজ বন্ধ হওয়ায় বাড়িতে এসে তিনি একথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে শুরু থেকে সালম ফকির শেষ দিন পর্যন্ত ছিলো। তার মতো সাহসী মানুষ আমি খুব কম দেখেছি। আজ সালাম ফকির নাই, আমি আছি। সালাম ফকিরের আত্মীস্বজন, নাতি-পুতি নিশ্চই সম্মানীয়। আগে জমির সব কাগজপত্র দেখি, তারপর নিশ্চুই দেখবো, সরকারের সাথে কথা বলতে হলে বলবো। এখানকার মানুষকে নির্যাতন, নিপীড়ন করার জন্য সরকার নয়। আমরা যদি পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ বানাতে পারি তাহলে যে কোন সরকারের বিরুদ্ধে ন্যায় সংক্রান্ত আন্দোলন আমরা করতে পারি এবং করবো। এটা নিয়ে (ঘর তোলা নিয়ে) বাহানা করে, মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদেরকে ছোট করার কোনো মানে হয় না।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস ছবুর খান, বীর মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, ইদ্রিস সিকদার, আব্দুল হালিম সরকার লাল, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল