৫ এপ্রিল, ২০২৩ ১৭:৫৯

দিনাজপুরে এক শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে এক শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জের একটি অটো রাইস মিলের প্রায় ৪০ ফুট উঁচু পিলারের ওপর থেকে পড়ে মহিরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল ইসলাম(৪০) বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত মহিরুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় বোচাগঞ্জ থানা পুলিশ মহিরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। বুধবার সকাল ১১টায় নিহতের জানাজা ও দাফন সম্পুন্ন হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মহিরুল ইসলাম রাইস মিলটির মূল পিলারের ৪০ফুট উঁচুতে উঠে(ডায়া এলিভেটর) জমে থাকা ধান পরিষ্কার করছিলেন। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেন। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর