৬ এপ্রিল, ২০২৩ ২০:১০

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির হামলায় পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির হামলায় পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আহত হয়েছেন।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি ইয়াছিনকে গ্রেফতার করতে রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালালে ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে উপ-পরিদর্শক সাইফুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমান তিনি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

পলাতক ইয়াছিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর