৭ এপ্রিল, ২০২৩ ১৭:৫৪

গৌরনদী-আগৈলঝাড়ার ৪ হাজার ২শ পরিবারে এমপি হাসানাতের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী-আগৈলঝাড়ার ৪ হাজার ২শ পরিবারে
এমপি হাসানাতের খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ২শ পরিবারে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। শুক্রবার সকাল ১১টায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে স্থানীয় ২ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। 

এ সময় গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ এবং মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় এমপির মিডিয়া উইংয়ের সদস্য মিজানুর রহমান জানান, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে গৌরনদীর ৭টি ইউনিয়ন ও আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নের ২শ জন করে মোট ২ হাজার ৪শ মানুষকে এবং গৌরনদী পৌর সভার ৯টি ওয়ার্ডে ২শ জন করে ১ হাজার ৮শ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি চিনি এবং ১ কেজি ভোজ্য তেল উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার পার্টি বন্ধ রেখে অসহায় দুস্থদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে বলে জানান মিজানুর রহমান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর