- হোম
- দেশগ্রাম
- টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ভুয়া র্যাব সদস্য গ্রেফতার...
অনলাইন ভার্সন
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ভুয়া র্যাব সদস্য গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ৩ ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার ধেরুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর পাচুরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৮), শৈলজানা এলাকার মৃত আবু বক্করের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং শৈলজানা এলাকার মনসুর আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেটকার ও ওয়াকিটকিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
রবিবার বিকেলে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানা যায় শনিবার রাতে মির্জাপুর ধেরুয়ারেল ক্রসিং এলাকায় কিছু ডাকাত সদস্য ১টি প্রাইভেটকার নিয়ে র্যাব পরিচয়ে অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করলে তারা দ্রুত গাড়ি চালিয়ে গাজীপুরের দিকে পালিয়ে যেতে থাকে। পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা র্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়টির স্বীকার করেছে।’
বিডি প্রতিদিন/নাজমুল