পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
খাদ্য সামগ্রী হিসেবে জামালপুর পৌর এলাকার পাথালিয়া মাদ্রাসা ও বোষপাড়া মাদ্রাসার শিশুদের মাঝে ৩৭ বস্তা চাল, ৩০ কেজি মুশুর ডাল, ৭৬ লিটার সয়াবিন তেল, ৬০ প্যাকেট মুড়ি, ৮ কেজি খেজুর, ৩০ কেজি আতপ চাল, ১০ কেজি জিলাপি ও ১৫ কেজি মাংস তুলে দেওয়া হয়।বিডি প্রতিদিন/এএ