১৩ এপ্রিল, ২০২৩ ২১:১০

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবক শাহীনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবক
শাহীনের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক মোঃ শাহীন হোসেন দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। গত ৪ এপ্রিল বিকাল ৫টার সময় কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকায় প্রতিপক্ষের মারপিটের হাত থেকে চাচীকে রক্ষা করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হন শাহীন হোসেন (৩৫)। এই ঘটনার পর আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহীন ওই এলাকার একাব্বর গাজীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও কলারোয়া থানা পুলিশ জানান,  মোঃ আমিনুর সরদারের সাথে মোঃ শাহীনের চাচী মোছাঃ শাহানারা খাতুনের তুচ্ছ ঘটনা নিয়ে বচসা হয়। এসময় আমিনুর সরদার শাহানারা খাতুনকে উপর্যুপরি মারপিট করে একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন। এ ঘটনা দেখতে পেয়ে শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতাল এবং অবস্থার আরও আবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তার স্বজন বাগেরহাটের শেখ আহমদ আলীর বাসায় নিয়ে গেলে আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ এপ্রিল শুক্রবার কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজন আফসার আলী গাজী। ঘটনার পর থেকে হামলাকারী মোঃ আমিনুর সরদার পলাতক রয়েছে। সে কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত আসামিকে খুজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর