রাজশাহীতে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এসিডি হলরুমে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষে এই সংলাপের আয়োজন করে।
ছেলেদের উপর যৌন নির্যাতন, লাঞ্ছনা এবং শোষণ থেকে কীভাবে অধিকতর সুরক্ষা নিশ্চিত করা যায়, একই সঙ্গে একটি ইতিবাচক পরিবর্তনশীল মনোভাব নিয়ে সমাজ বিনির্মাণ করা যায় তার লক্ষ্যেই এসিডি ব্লু আমব্রেলা দিবসে এ সংলাপের আয়োজন করে।
ব্লু আমব্রেলা বা নীল ছাতা দিবসে ছেলেদের আরও ভালভাবে সুরক্ষা দেওয়ার প্রচারাভিযানের মূল বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত পালের সঞ্চালনায় সংলাপে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এ সময় দিবসের প্রতিপাদ্য এবং ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন সাংবাদিক ড. আইনুল হক, আবুল কালাম মুহম্মদ আজাদ, মো. আনিসুজ্জামান, রিপোর্টার মামুন অর রশিদ, আহসান হাবিব অপু, রাশিদুল হক রুশো, মওদুদ রানা, কাজী নাজমুল ইসলাম, আবরার শাঈর, রাজু আহমেদ, আব্দুল বাতেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্যদিয়ে কীভাবে অধিকতর যত্ন নেওয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করার জন্য পরিকল্পিত কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএ