মেহেরপুরের গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট আহসান হাবীব, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই