ফরিদপুরের ভাঙ্গায় ঈদের শপিং করতে না পারায় পরিবারের সাথে অভিমান করে সুবর্ণা আক্তার (২০) নামক এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার রাতে ভাঙ্গা থানা পুলিশ সুবর্ণার লাশ উদ্ধার করেছে। সুবর্ণার বাড়ি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্দী গ্রামে।
জানা যায়, বিকেলে গোসল খানার আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
সুবর্ণা দোলকুন্দী গ্রামের শহিদুল মুন্সির মেয়ে ও একই গ্রামের আল আমিন মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর পূর্বে একই গ্রামের বাসিন্দা আল আমিন মিয়ার সাথে সুর্বনার বিয়ে হয়। স্বামী আল আমিন সিলেটে একটি বেসরকারি কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করছে। গত ২ সপ্তাহে ধরে সুর্বনা তার বাবার বাড়ি বেড়াতে গিয়ে অবস্থান করছে। শনিবার দুপুরে ঈদের মার্কেট করা নিয়ে সুর্বনার সাথে মোবাইলে তার স্বামীর ও বাবা মায়ের সাথে ঝগড়া হয়। এরপর বিকেলে সুর্বনাকে না পেয়ে খোঁজাখোঁজি করতে থাকে পরিবারের লোকজন। পরে গোসল খানায় তার দেহ ঝুলতে দেখে পুলিশ খবর দেয়।
কালামৃধা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সূর্য মিয়া কুট্টি বলেন, শুনেছি ইদের কেনাকাটা নিয়ে স্বামী ও মা, বাবার সাথে সুবর্ণার ঝগড়া হয়েছিল।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. সিরাজ বলেন, সংবাদ পেয়ে আমি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারনা করা হচ্ছে, পরিবারের লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যা করেতে পারে। লাশ ময়না তদন্তের পর পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম