আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির কারণে বিতরণ কাজ স্থগিত করা হয়েছে। সোমবার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
রবিবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, ইউনিয়নের ৩৭২৫টি পরিবারের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয়ভাবে ৯০০ পরিবারের নামের তালিকা দেয়া হয়েছে। এসব তালিকার মধ্যে কোনো কোনোটি অসম্পন্ন অবস্থায় দেয়া হয়েছে। ইতিমধ্যে ওইসব অসম্পন্ন তালিকা সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করে মেম্বারদের তৈরি করা তালিকা ধরে ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণের কাজ শুরু করা হয়।
এরই মধ্যে একটি গ্রুপ আগে চাল পাওয়ার দাবি তোলে। অপর একটি গ্রুপ এর প্রতিবাদ করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে টানাহেঁচড়া-ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে এসে ইউপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিবরণ শোনেন।
নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা জানান, পুটিমারা ইউনিয়নে একটু ঝামেলা হওয়ার কারণে বিতরণ স্থগিত করা হয়েছে। সোমবার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই