তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধ নেত্রকোনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় ফায়ার সার্ভিসসহ বাজার কমিটির নেতৃবৃন্দদের রাখা হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আগুন লাগা থেকে বাঁচবার নানা কৌশল এবং সতর্ক থাকার পরামর্শ ব্যাক্ত করেন সবাই। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, নেত্রকোনা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান খানে আলম, চাল কল মালিক সমতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, হার্ডওয়্যার মালিক সমিতির সভাপতি দিদারুল আলমসহ অন্যরা।
এসময় সভায় ফায়ার সার্ভিসের অফিসের সামনে বিভিন্ন ট্রাক সহ অন্য যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
সেইসাথে বাজারে বাজারে লিফটের বিতরণ ও মাইকিং করার বিষয়ে উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়াও সরাসরি বা ব্যাক্তি মালিকানাধীন পুকুর বা জলাশয় ভরাট করতে নিষেধ করা হয়।
বিডি প্রতিদিন/এএম