ঢাকা ধামরাইয়ের কালামপুরে ঢাকা ও ময়মনসিংস বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল পালন করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা বিভাগের যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল, ময়মনসিংস বিভাগের সহসভাপতি খন্দকার মাসুদুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, কেন্দ্রিয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ দুই বিভাগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ভার্চুয়ালি ভাষণ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিডি প্রতিদিন/এএ