মাগুরা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিড়ি থেকে পড়ে আবু সালেহ ফয়সাল (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার আকনবাড়ি উত্তর বালিপাড়া এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আবু সালেহ নির্মাণ কাজ করার জন্য গত ১৪ এপ্রিল মাগুরাতে আসেন।
নির্মাণ কাজের ফরম্যান নাজমুল হাসান জানান, সকাল থেকে গরমের মধ্যে চারতলার ছাদের রড় বাধার কাজ করছিল। এ অবস্থায় সে অসুস্থ হয়ে পড়লে বাঁশের সিড়ি বেয়ে নিচে নামার সময় পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার এসআই আজম বিশ্বাস জানান, এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল