নরসিংদীর মেঘনা নদীতে পানিতে ডুবে নীরব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার সেতুর নিচে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত নীরব নরসিংদী শহরের সংগীতা এলাকার শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।
নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ তার মামা কাজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম