পুকুরের পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার ছোট নুনতোর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। তারা দুইজন প্রতিবেশী ছিল।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম