ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাচালানের বিশেষ অভিযান পরিচালনাকালে আমদানি নিষিদ্ধ ১৮১ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মঙ্গলবার উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্ধুর টু ধোবাউড়া আঞ্চলিক সড়ক থেকে মাদকবহনকারী সিএনজিসহ তাদের আটক করা হয়৷
আটককৃতরা হলেন- গৌরীপুর উপজেলার গোলকপুর গ্রামের শামছু মিয়ার পুত্র সজিব মিয়া(৩০), মিরিকপুর গ্রামের মৃত আ. হেকিমের পুত্র এমদাদুল হক (৩২) ও পূর্ব দাপুনিয়া গ্রামের বাছির আলীর পুত্র মিরাজ আলী ওরফে রুবেল (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতানের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যান্ডের প্রায় আমদানি নিষিদ্ধ ১৮১ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করে থানায় করে থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিডিও বার্তায় অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গামারীতলা ইউনিয়নের ধোবাউড়া টু কলসিন্দুর রোডে চেকপোস্ট বসিয়ে অভিযান অব্যাহত থাকাবস্থায় একটি দ্রুতগামী সিএনজিকে সন্দেহ হলে সেটি থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে ওই সিএনজি থেকে মাদকসহ ৩ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ৩ মাদক কারবারি থানায় হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৯ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।
বিডী-প্রতিদিন/আব্দুল্লাহ