নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আপদকালীন সময়ে গঠনতন্ত্র অনুযায়ী সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সম্পাদক সাংবাদিক অ্যাডভোকেট হাবিবুর রহমানকে করা হয়েছে সদস্য সচিব। এছাড়াও আরও পাঁচ কার্যকরী সদস্য রয়েছেন।
সদস্যরা হলেন ক্লাবের সাবেক সদস্য সচিব বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি এম ফখরুল হক, সময় টেলিভিশনের সাংবাদিক সাবেক দুইবারের নির্বাচিত যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাবেক কোষাধ্যক্ষ দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক সুজাদুল ইসলাম, সাবেক কার্যকরী সদস্য সমকাল পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল ও এনটিভি সাংবাদিক ভজন দাস।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে বিশেষ সাধারণ সভার আয়োজন করেন পদাধিকার বলে ক্লাবের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় প্রেসক্লাবের সুধী সদস্যবৃন্দ ও সকল সাংবাদিক সদস্যবৃন্দরা অংশগ্রহণ করে বেশিরভাগ আপদকালীন সময় নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল