পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রাখাইন সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। এ অনুষ্ঠানকে ঘিরে রাখাইন পল্লীগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
মঙ্গলবার বিকেলে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে প্রথম দিনে অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। এতে অংশ নেয় রাখাইন সম্প্রদায়ের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা। ছিটিয়ে দেয়া হয় একে অন্যের গায়ে পানি। এর আগে বৌদ্ধ বিহারে বুদ্ধস্নানের মধ্য দিয়ে এ উৎসবের শুভ সুচনা হয়। এছাড়া বাদ্যযন্ত্র নিয়ে সুসজ্জিতভাবে দল বেঁধে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন তারা। এসব দেখতে মাঠের চার পাশে ভিড় করে পর্যটক সহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা,মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনর্চাজ হাসনাইন পারভেজ, রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম