পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটছে। এসব কেন্দ্রে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এর অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন দুপুরে টুরিস্ট পুলিশের উদ্যোগে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় টুরিস্ট পুলিশের রংপুর রিজিওনের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। ঈদ উৎসব উপলক্ষে অতিরিক্ত তিনটি টিম কাজ করছে। উৎসব পরবর্তী সময় আরও কয়েকদিন টুরিস্ট পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন রংপুর চিড়িয়াখানার কিউরেটর আম্বার আলী তালুকদার, ঠিকাদার হযরত আলী।
বিডি প্রতিদিন/এমআই