২৪ এপ্রিল, ২০২৩ ১৯:০৬

জয়পুরহাটে ডিজে পার্টি ও মোটরসাইকেল মহড়া রোধে ট্রাফিক পুলিশের অভিযান

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডিজে পার্টি ও মোটরসাইকেল মহড়া রোধে ট্রাফিক পুলিশের অভিযান

ঈদ উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ডিজে পার্টির আদলে ট্রাকে করে গান বাজিয়ে ছুটে চলা বন্ধে ও মোটরসাইকেলে দলবেধে গিয়ে আড্ডা রোধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। 

ঈদের দিন ও পরের দিন এ অভিযান চালিয়ে ৪১টি মামলা দায়েরসহ দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরু ইসলাম জানান, ট্রাফিক আইন না মানায় জেলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। হেলমেটবিহীন অবস্থায় অপ্রাপ্তবয়স্ক চালক ও ওভারস্প্রিডে চালানো হচ্ছে মোটরসাইকেল। ঈদের সময় ডিজে পার্টির আদলে ট্রকে করে গান বাজিয়ে ছুটে চলা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযানে নামে। এসময় ৪১টি মামলা দায়েরসহ দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর