২৬ এপ্রিল, ২০২৩ ২০:৩৯

ভ্যানের চাকায় জড়ালো মায়ের ওড়না, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভ্যানের চাকায় জড়ালো মায়ের ওড়না, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে তাহসিনা তানিশা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা শিশুটির মা লিপি বেগমও গুরুতর আঘাত পেয়েছেন। 

বুধবার (২৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিনা সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গণির মেয়ে। 

স্থানীয়রা জানায়, লিপি বেগম তার শিশু কন্যাকে নিয়ে ভ্যানে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। নারাঙ্গালী বাজারে ভ্যানের চাকার সঙ্গে লিপি বেগমের ওড়না জড়িয়ে যায়। সাথে সাথে মা ও মেয়ে দুইজনই রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তানিশার মৃত্যু হয়। লিপি বেগম ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। 

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শরীফ আল মামুন বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে পাওয়া আঘাতে শিশু তানিশার মৃত্যু হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর