২৭ এপ্রিল, ২০২৩ ১৬:৪৮

বাগেরহাটে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে কৃষকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে তেল জাতীয় ফসলের উৎপাদান বৃদ্ধি প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলামের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান ও নুরে জান্নাত বক্তব্য দেন।

বক্তারা বলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে তেল আমদানি নির্ভরতা কমবে। নিজেদের উৎপাদিত তেল গ্রহণ করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। প্রশিক্ষনের মাধ্যমে আধুনিক কৃষি সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করে দক্ষ কৃষক হতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট সদর উপজেলার ৩০ জন কৃষক-কৃষানী অংশ নেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর