বরগুনা সরকারি কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে অধ্যক্ষ ড. মতিয়ার রহমানের নেতৃত্বে ফলজ, বনজ ও ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সরকারি কলেজ চত্বরে তালগাছ, জাম, বকুলসহ একাধিক প্রজাতির চারাও লাগানো হয়।
প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ৩০ জুন পর্যন্ত ৫ সহস্রাধিক বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেড়িবাঁধ ছাড়াও রাস্তার পাশে তালগাছ, ঔষধি ও বনজ গাছ লাগানো হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শাহ আলম, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি কৃষিবিদ সরকারি খলিলুর রহমান, উপদেষ্টা মোস্তাক আহমেদ, মনির হোসেন কামাল, ক্লাবের সমন্বয় মো. হাসানুর রহমান ঝন্টুসহ শিক্ষার্থীবৃন্দ।বিডিপ্রতিদিন/কবিরুল